আ. লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত, ব্লকেড চলছে

চব্বিশের বার্তা অনলাইনঃ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত, ব্লকেড চলছে

ঢাকা, ১০ মে ২০২৫: 'ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য'র ডাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ শাহবাগে গণজমায়েত শুরু হয়েছে। একই সাথে, দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগের ব্লকেড অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বিকাল ৩টায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি শুরু হয়। অংশগ্রহণকারীরা আওয়ামী লীগকে 'সন্ত্রাসী সংগঠন' আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটির বিচারের বিধান যুক্ত করারও দাবি জানান। এছাড়াও, জুলাই ঘোষণাপত্র জারির দাবিও জানানো হয়।

জমায়েতে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো, 'দিল্লি না, ঢাকা? ঢাকা, ঢাকা', 'ব্যান ব্যান, আওয়ামী লীগ', এবং 'রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়'।

এর আগে, হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-জনতা গত দুই দিন ধরে রাস্তায় অবস্থান করছে। তিনি আরো বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও, অন্তর্বর্তীকালীন সরকার এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি।

গণজমায়েতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সদস্য সচিব আল আমিন সরকার বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে অসংখ্য অন্যায় করেছে এবং এখন তাদের নিষিদ্ধ করার সময় এসেছে। তিনি আরো বলেন, ৫ই আগস্টের পর তারা দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে, যা প্রমাণ করে তারা একটি সন্ত্রাসী দল।

আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।