আজ পবিত্র ঈদুল ফিতর। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ঈদ উদযাপিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবাননের সুন্নি এলাকা এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চল। অন্যদিকে, মিশর, জর্ডান, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাকের সুন্নি ও শিয়া অঞ্চল, তিউনিশিয়া ও লিবিয়ায় সোমবার ঈদ পালিত হবে। শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ১১টি দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। তবে চাঁদ দেখা না যাওয়ায় কিছু দেশে মঙ্গলবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। মিশর, সিরিয়া, মরক্কো, তিউনিশিয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে রোববার ৩০ রমজান পালিত হবে। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে সোমবার ঈদ উদযাপিত হবে। এছাড়া পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত ও অস্ট্রেলিয়াতেও একই দিনে ঈদ পালিত হবে। ইরাকে সুন্নি এনডাওমেন্ট অফিস এবং গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস সোমবার ঈদ হওয়ার ঘোষণা দিয়েছে। তবে কুর্দিস্তান আঞ্চলিক সরকার শনিবার চাঁদ দেখে রোববার ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছে। লেবাননের সুন্নি কর্তৃপক্ষ আজ ঈদ ঘোষণা করলেও শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল চাঁদ দেখে সোমবার ঈদ পালনের কথা জানিয়েছে। এদিকে, বাংলাদেশে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা গেলে সোমবার ঈদ উদযাপিত হতে পারে। তবে অনেক স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পান্থপথ, মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকা, চাঁদপুরের অর্ধশত গ্রাম ও মাদারীপুরের ২৫টি গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর রমজান মাসের শেষে ঈদের চাঁদ দেখা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং অনেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে। এবারও তার ব্যতিক্রম হয়নি।