দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পুলিশের এসবি পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় এই রায় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই রায় ঘোষণা করেন। রায়ে আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, মামুন ইমরানের বন্ধু রহমাত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান ও সারোয়ার হোসেনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৭ জুলাই বনানীতে এসবি পরিদর্শক মামুন খুন হন। পরে গাজীপুরের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামুনের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৩১ মার্চ আরাভ খান ও রহমত উল্লাহসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ২০২১ সালের ২৫ নভেম্বর এই মামলার বিচার শুরুর আদেশ দেন। অভিযোগে বলা হয়েছে, রবিউল ইসলামের (আরাভ খান) নেতৃত্বে একটি চক্র বিত্তবানদের ফাঁদে ফেলে অর্থ আদায় করত। তারা রহমত উল্লাহকে আটকে ‘অশালীন’ ছবি তুলে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায়ের পরিকল্পনা করেছিল। সেই উদ্দেশ্যে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে রহমতকে বনানীর বাসায় ডেকে নেওয়া হয়, যেখানে বন্ধু মামনুর সাথে সেও খুন হন।