প্রথম সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি:

প্রথম সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (সোমবার) প্রথম সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন করেছেন। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের অনুসরণে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ৬৪ জেলার সিভিল সার্জন, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. সায়েদুর রহমান আমার দেশকে জানান, দুই দিনের এই সম্মেলনের কার্য অধিবেশন হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। কার্য অধিবেশনগুলোতে স্বাস্থ্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবসহ সিনিয়র কর্মকর্তারা বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ডিসি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ধারণার আলোকেই এই সিভিল সার্জন সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনটি জেলাগুলোর স্বাস্থ্যসেবার সমস্যা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে সহায়ক হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের একজন কর্মকর্তা জানান, সিভিল সার্জনরা বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টিকাদান কর্মসূচি, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেট বরাদ্দ বৃদ্ধি, জেলা হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানো, স্বাস্থ্যখাতে সংস্কার, ডাক্তার সংকট এবং অ্যাম্বুলেন্স সমস্যা সমাধানের বিষয়ে তাদের পরামর্শ দিয়েছেন।