নাবিল চেয়ারম্যানের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের

নাবিল চেয়ারম্যানের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের

নিজস্ব প্রতিবেদক: নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলামের স্ত্রী মোছা. ইসরাত জাহানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল, ২০২৫) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমানের আবেদনের প্রেক্ষিতে আদালত এই পদক্ষেপ নেয়। আবেদনে বলা হয়েছে, নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। এসব অভিযোগ বর্তমানে দুদকের তদন্তাধীন রয়েছে।

দুদক আরও জানায়, তাদের কাছে খবর আছে ইসরাত জাহান যেকোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন। এমন পরিস্থিতিতে তিনি দেশত্যাগ করলে দুদকের তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। তাই তার বিদেশগমন বন্ধ করা জরুরি।

এর আগে নাবিল গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পাশাপাশি তাদের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।