সিভিল সার্জনদের দাবি: স্বাস্থ্য পুলিশ ও মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা

চব্বিশের বার্তা অনলাইনঃ

সিভিল সার্জনদের দাবি: স্বাস্থ্য পুলিশ ও মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা

দেশের হাসপাতাল এবং সিভিল সার্জন কার্যালয়গুলোর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্য পুলিশ গঠনের দাবি জানিয়েছেন সিভিল সার্জনরা। একইসঙ্গে ভেজাল, প্রতারণা ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতাও চেয়েছেন তারা।

সোমবার (১২ মে ২০২৫) সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব দাবি জানান। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য উপদেষ্টা ডা. নুরজাহান বেগম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মন্ত্রণালয়ের কার্যক্রমের চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। সিভিল সার্জনদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন ঢাকার সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান।

সিভিল সার্জনদের প্রস্তাবনায় ঢাকার সিভিল সার্জন বলেন, তারা দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে জনবল সংকট ও যন্ত্রপাতির অভাবের কথাও তিনি উল্লেখ করেন। এছাড়া, পদোন্নতির সুযোগ সৃষ্টির জন্য সুপার নিউমারি পদ তৈরির প্রস্তাব দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ৬৪ জেলার সিভিল সার্জন ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসকদের পদোন্নতির জন্য সাত হাজার সুপার নিউমারি পদ তৈরির ঘোষণা দেন। তিনি আরও বলেন, চিকিৎসকদের আরও বেশি রোগী-বান্ধব হওয়া উচিত। দেশের রোগীরা এখনও হাসপাতালে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। চিকিৎসকদের অবহেলায় রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটছে, যা মেনে নেওয়া যায় না।