নিশ্চুপ অভিযাত্রী

নিশ্চুপ অভিযাত্রী

নিশ্চুপ অভিযাত্রী

রিফাত
অধ্যয়নরত, আল আযহার শারীফ,
কায়রো, মিশর।


কারো কথায় কান দিও না, বন্ধু,
বধির হয়েই থাকো।
চুপটি করে থেকে তুমি
লক্ষ্যের পথচিহ্ন আঁকো।

বাধা আসবে নানান রূপে,
অনেকেই করবে হেয়।
স্বপ্ন যদি হয় সত্যিই তোমার,
স্বপ্নের পথেই চলো নীরব ধেয়।

নিজেকে রাখো ব্যস্ত সদা,
রাখো ব্যস্ত রবের কাজে।
রবকে যদি সন্তুষ্ট করো,
সফলতা আসবে নিজেই সাজে।

চোখকে রেখো নিবদ্ধ সদা,
সাথে বন্ধ রেখো কান।
স্বপ্ন ছুঁতে এগিয়ে চলো,
শুনে মুয়াজ্জিনের আজান।