অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নববর্ষের প্রাক্কালে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিনে তিনি সমগ্র জাতির কল্যাণ কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে। এটি শুধু একটি উদযাপন নয়, বরং বাঙালি জাতির ঐক্য ও পুনর্মিলনের প্রতীক। ড. ইউনূস আরও বলেন, ঐতিহ্যগতভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালি নববর্ষকে নতুন উদ্দীপনা ও প্রতিজ্ঞা নিয়ে বরণ করে। এই দিনে মানুষ পুরাতন বছরের দুঃখ ও হতাশা ভুলে গিয়ে নতুন করে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। মুঘল সম্রাট আকবরের শাসনামলে বাংলা নববর্ষের প্রবর্তন কৃষিকাজের সুবিধার্থে শুরু হয়েছিল। সেই ঐতিহ্য আজও বাঙালির ধর্মনিরপেক্ষ ঐক্যের প্রতীক হিসেবে টিকে আছে। প্রধান উপদেষ্টা নববর্ষের সকল উদ্যোগের সফলতা কামনা করেন এবং বলেন, গত বছরের গণঅভ্যুত্থান বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছে। একটি অন্তর্ভুক্তিমূলক, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জুগিয়েছে। ড. মুহাম্মদ ইউনূস বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর এই মুহূর্তে, আসুন আমরা পুরাতন দিনের দুঃখ ও কষ্টকে পেছনে ফেলে নতুন আশা ও উৎসাহ নিয়ে সামনে এগিয়ে যাই। এই নববর্ষ আমাদের একটি শক্তিশালী জাতি গঠনের অঙ্গীকার হোক।