কমলগঞ্জে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে গ্রামীণ সড়ক সংস্কার

রাজন আবেদীন রাজু, (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কমলগঞ্জে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে গ্রামীণ সড়ক সংস্কার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার গ্রামীণ ব্যাংকের সামনে থেকে পশ্চিম কান্দিগাঁও পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন অবহেলিত থাকায় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে তা সংস্কারে নেমেছেন। মুসলিম মনিপুরী অধ্যুষিত এই এলাকার একমাত্র চলাচলের সড়কটি বছরের পর বছর ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল।


রবিবার সকাল থেকে প্রায় অর্ধশতাধিক প্রবীণ ও তরুণ মিলে কোদাল, বাঁশ ও টুকরি নিয়ে সড়কের গর্ত ভরাটের কাজ শুরু করেন। কৃষি জমি থেকে মাটি এনে সড়ক মেরামতের ফলে হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়া এই সড়কটি দিয়ে প্রতিদিন আদমপুর বাজার থেকে পশ্চিম কান্দিগাঁও গ্রামের শত শত মানুষ যাতায়াত করে থাকেন।


স্থানীয়রা জানান, বছরের শুরুতে তারা উপজেলার সংশ্লিষ্ট দফতরে লিখিত আবেদন করেও ফল পাননি। বরং অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ সড়কে বরাদ্দ দিয়ে প্রকৃত প্রয়োজন উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তাদের। এ অবস্থায় হতাশ হয়ে নিজেরাই কাজ শুরু করেছেন।


স্থানীয় কবি ও লেখক হাজী আব্দুস সামাদ বলেন, “এই রাস্তায় স্কুলগামী ছেলে-মেয়েরা হাঁটতে পারে না। বর্ষায় কোমর পানি হয়ে যায়। আমরা যদি নিজেরা না দেখতাম, কে দেখতো?”


প্রবীণ মুরব্বী আব্দুল কাদির বলেন, “দীর্ঘদিন অবহেলার শিকার এই রাস্তায় কেউ নজর দেয়নি। আমরা দ্রুত টেকসই উন্নয়নের দাবি জানাচ্ছি।”


স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন জানান, “এই রাস্তাটি পূর্বেও একাধিকবার সংস্কার করা হয়েছিল, তবে বন্যায় তা আবার নষ্ট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি স্থায়ী প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং খুব শিগগির কাজ শুরু হবে।”


কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর গ্রামবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই রাস্তাটির টেকসই উন্নয়নের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীকে আর দুর্ভোগ পোহাতে হবে না।”