ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত শহীদ রাজাই বন্দরে একটি ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে এবং প্রায় ৭৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দরের অভ্যন্তরে বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের মজুত থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। শনিবার তেহরান থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা হেলিকপ্টার ব্যবহার করে পানি ছিটিয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় চারপাশ কেঁপে ওঠে এবং বহু মানুষ ছিটকে পড়েন। ইরানের রেড ক্রিসেন্ট উদ্ধার অভিযানে সহায়তা করছে। ইরানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭৫০ জনের বেশি মানুষ। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণের জন্য রাসায়নিকের দুর্বল মজুত ব্যবস্থাকে দায়ী করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র: আল জাজিরা