ইসলামবিরোধী প্রস্তাবের প্রতিবাদে সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ডাক হেফাজতের

অনলাইন ডেস্ক:

ইসলামবিরোধী প্রস্তাবের প্রতিবাদে সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ডাক হেফাজতের

হেফাজতে ইসলাম বাংলাদেশ নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাবনা এবং উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন সম্পর্কিত সুপারিশের প্রতিবাদে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। সংগঠনটি ওই কমিশন বাতিলেরও দাবি জানিয়েছে।

রবিবার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজতের নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এর আগে, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে আমেলার এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

আল্লামা সাজিদুর রহমান জানান, মজলিসে আমেলার বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে বেশ কিছু দাবি জানানো হবে।

আল্লামা মামুনুল হক বলেন, বিগত ১৫ বছরে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্ত্বরের গণহত্যা ও মোদীবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের বিচার, সংবিধান সংস্কার কমিশনে বহুত্ববাদের প্রস্তাব বাতিল এবং সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনর্বহালের দাবি জানানো হবে।

এছাড়াও, নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাব বাতিল, ভারতের মুসলিমবিরোধী ওয়াকফ বিল বাতিলের দাবি এবং ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

মহাসমাবেশ সফল করতে হেফাজত নেতারা দেশব্যাপী গণসংযোগ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন। তারা ইমাম ও খতিবদের জুমার খুতবায় কোরআনের আইন এবং উত্তরাধিকার ও পারিবারিক আইনের বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

বৈঠকে ২১১ জন সদস্যের মধ্যে ১৩৫ জন উপস্থিত ছিলেন।