ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি

ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি

স্টাফ রিপোর্টার:

ঢাকা, ২১ মার্চ ২০২৫: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানিয়েছে। দলটির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যকে প্রত্যাখ্যান করে এই দাবি জানানো হয়েছে।

শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল।"

নাহিদ ইসলাম আরও বলেন, "প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। আমরা তার বক্তব্যের নিন্দা জানাই। পিলখানা, শাপলা চত্বর, আগ্রাসনবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের কার্যকরী অগ্রগতি না হওয়া পর্যন্ত এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত।"

তিনি বলেন, "আওয়ামী লীগের দায় স্বীকার, অনুশোচনা ও পাপমোচন ব্যতীত দল হিসেবে তাদের ক্রিয়াশীল থাকা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দল ও মতাদর্শ থেকে আওয়ামী লীগ রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে।"

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, "আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা শুনে থাকি। অভ্যুত্থানের পর খুনি হাসিনা গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেছেন। কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনা তো দূরের কথা, আওয়ামী লীগের ভেরিফাইড পেইজে বক্তব্য প্রদানের সুযোগ করে দিয়েছে।"

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।