গাজায় ইসরায়েলের তাণ্ডব: একদিনে ৫৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজায় ইসরায়েলের তাণ্ডব: একদিনে ৫৬ ফিলিস্তিনি নিহত

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। আনাদোলু বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আনাদোলু জানায়, ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন করে চালানো হামলায় এ পর্যন্ত ২ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৯৫ জনে। এছাড়া, আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫২৪ জন। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় বহু মানুষ আটকে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েল গাজায় এই সামরিক অভিযান চালাচ্ছে।