দুর্নীতি: রাজউক চেয়ারম্যান ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

চব্বিশের বার্তা অনলাইন

দুর্নীতি: রাজউক চেয়ারম্যান ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার এবং তার স্ত্রী গাজী রেবেকা রওশনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের পক্ষে কমিশনের পরিচালক আবুল হাসনাত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এই অর্থ তিনি এবং তার পরিবারের সদস্যরা নিজেদের নামে রেখেছেন। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। দুদকের কাছে খবর আছে অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন।