কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

কমলগঞ্জ প্রতিনিধি:

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জে রেললাইনে দ্বিখণ্ডিত অবস্থায় ইকবাল মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের রেলগেট এলাকায়।

শনিবার (২৬ এপ্রিল) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ইকবাল মিয়া চৈত্রঘাট ইউনিয়নের বড়চেগ গ্রামের বাসিন্দা ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, ইকবাল মিয়া শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে শ্বশুরবাড়ি ভেড়াছড়া থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, মরদেহটি ঝোপের মধ্যে ছিল। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইকবালকে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে, যাতে সবাই এটিকে দুর্ঘটনা মনে করে।