স্পোর্টস ডেস্ক: হামজা চৌধুরীকে দলে পাওয়ায় বাংলাদেশ যেন নতুন উদ্যমে জেগে উঠেছিল। হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা তাদের উজ্জীবিত ফুটবল দিয়ে ভারতকে বেশ চাপে ফেলেছিল। অন্যদিকে, ভারতও তাদের খেলার কৌশল পরিবর্তন করে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে, শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ও ভারত উভয় দলই অসংখ্য সুযোগ নষ্ট করায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে। শিলংয়ের জওহর লাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ ভারতকে চেপে ধরেছিল। একের পর এক আক্রমণে স্বাগতিকদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ হতে হয়। ম্যাচের প্রথম ১৮ মিনিটে মোরসালিন ও রাকিবের মতো খেলোয়াড়রা তিনটি সহজ সুযোগ নষ্ট করেন। শুরুর ধাক্কা সামলে ভারত ধীরে ধীরে খেলায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তারাও বাংলাদেশের রক্ষণভাগে কয়েকবার ভীতি ছড়ায় এবং গোলের সুযোগ তৈরি করে। কিন্তু তারাও সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধে উভয় দলই সুযোগ নষ্টের হতাশায় নিমজ্জিত ছিল। বিরতির পরেও খেলা আক্রমণ ও পাল্টা আক্রমণে চলতে থাকে। বলের দখল কখনও বাংলাদেশের আবার কখনও ভারতের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু কোনো দলই শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি।