ধর্ষণের অভিযোগে কমলগঞ্জে একজন গ্রেপ্তার, চা বাগানে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি:

ধর্ষণের অভিযোগে কমলগঞ্জে একজন গ্রেপ্তার, চা বাগানে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

কমলগঞ্জে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ভুক্তভোগী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গৃহবধূ ঢাকায় তার স্বামীর কাছে যাওয়ার জন্য কমলগঞ্জ আসেন। গাড়িটি রাত সাড়ে ১০টায় আসবে জেনে তিনি বাড়ি যাওয়ার জন্য একটি অটোরিক্সা ভাড়া করেন।

অভিযোগে বলা হয়, অটোচালক রনি ও তার সাথে থাকা পাভেল নামে একটি ছেলে মিলে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রথমে অটোচালক রনি ও পরে পাভেল ধর্ষণ করে। এরপর তারা ওই গৃহবধূকে একটি সিএনজি চালিত অটোরিক্সায় তুলে দেয়।

কমলগঞ্জ থানাকে অবগত করলে পুলিশ অটোচালক রনি মিয়া (৩২) কে আটক করে। আটককৃত রনি শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাটিলার মৃত বাতির মিয়ার ছেলে। পুলিশ আরও জানায়, অপর অভিযুক্ত পাভেলকে আটকের চেষ্টা চলছে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, স্বামীর সাথে দেখা করার জন্য তিনি ঢাকায় যাবেন। গাড়ি আসতে দেরি হওয়াতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য একটি অটোভাড়া নেন। তখন অস্ত্রের মুখে জিম্মী করে আলীনগর চা বাগানে দুজন মিলে তাকে ধর্ষণ করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।