মেগা প্রকল্পে বরাদ্দ কাটছাঁট: মাতারবাড়ীতে বেশি কম, মেট্রোরেলে বাড়তি

অনলাইন ডেস্ক:

মেগা প্রকল্পে বরাদ্দ কাটছাঁট: মাতারবাড়ীতে বেশি কম, মেট্রোরেলে বাড়তি

 আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১০টি মেগা প্রকল্পের বরাদ্দ ৬ হাজার ৪২৩ কোটি টাকা কমানো হয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ কমেছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে, তবে মেট্রোরেল লাইন-৫ এর বরাদ্দ বেড়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, প্রকল্পগুলোর অনুকূলে ২৮ হাজার ৩৮৭ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা চলতি অর্থবছরের এডিপি থেকে ২ হাজার ১১৯ কোটি ৫৪ লাখ টাকা কম। চলতি অর্থবছরের এডিপিতে ৩৪ হাজার ৮১০ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ ছিল।

বরাদ্দ কমানোর কারণ হিসেবে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, কিছু প্রকল্পের নকশা পরিবর্তন এবং অপচয় রোধের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তবে, এতে প্রকল্প বাস্তবায়নে খুব বেশি সমস্যা হবে না।

যেসব প্রকল্পে বরাদ্দ কমছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু রেলসেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। অন্যদিকে, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দার্ন রুটের বরাদ্দ বেড়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ ৪৯১ কোটি টাকা কমে ১০ হাজার ১১ কোটি টাকা করা হয়েছে। মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ ৫ হাজার ৯০২ কোটি টাকা কমে ২০২ কোটি ৫০ লাখ টাকা করা হয়েছে। অন্যদিকে, মেট্রোরেল লাইন-১ প্রকল্পের বরাদ্দ ৫ হাজার ৯৭ কোটি টাকা বেড়ে ৮ হাজার ৬৩১ কোটি টাকা করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বরাদ্দ কমলেও প্রকল্পগুলোর বাস্তবায়ন যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখা উচিত। একইসঙ্গে, প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।