কমলগঞ্জ পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত প্রতিনিধি দল।

আবুল হোসেন,  কমলগঞ্জঃ

কমলগঞ্জ পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত প্রতিনিধি দল।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের নগর মহল্লায় ভোর ৪টা ৩০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৪টি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম, পৌরসভা সভাপতি আব্দুল হাই, যুববিভাগ সভাপতি যোবায়ের খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি নওসাদ মিয়া, নগর ইউনিট সভাপতি ডা. নাজমুল ইসলাম খান, সেক্রেটারি সুমন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।