বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ ভাইয়ের প্রাণহানি

স্টাফ রিপোর্টার

বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ ভাইয়ের প্রাণহানি

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই আপন ভাই ছিলেন।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সোনার বাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য জানান।

নিহতরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা এলাকার নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মোহাম্মদ শান্ত (১৪) ও মোহাম্মদ নাদিম (৮)।

ওসি মেহেদী জানান, রাজিব পরিবহনের একটি বাস পাথরঘাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সোনার বাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

তিনি বলেন, “ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে রাখা হয়েছে।”

ওসি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।