গুড নেইবারস বাংলাদেশের সামাজিক দায়বদ্ধতা বিষয়ক অবগতকরণ সভা কমলগঞ্জে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

গুড নেইবারস বাংলাদেশের সামাজিক দায়বদ্ধতা বিষয়ক অবগতকরণ সভা কমলগঞ্জে অনুষ্ঠিত

কমলগঞ্জ, (মৌলভীবাজার) ২৩ এপ্রিল ২০২৫, বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (GNB) এর আয়োজনে একটি অবগতকরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেন।

সভায় গুড নেইবারস বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক শেখ জুবেল মিয়া সংস্থার বিভিন্ন কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভাটি পরিচালনা করেন ভলান্টিয়ার সুহেনা বেগম এবং সভাপতিত্ব করেন সিডিসি সভাপতি বিলকিস বেগম।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন বাবু, সাংবাদিক শাব্বির এলাহী, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, নিসচা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, আল ফালাহ ইসলামী সোসাইটির সভাপতি মাওলানা খালেদ আহমেদ শাওক্বী, বন্ধন একটি সমাজ সেবামূলক সংগঠনের সভাপতি তারেক পাটোয়ারী, উপদেষ্টা সাংবাদিক মোমিন, একতা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মহিন আহমেদ, আলোর পথিক সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সাহেদ আহমদ, জালালিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি সালেহ আহমদ, আন নুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ, পাঞ্জেরী উইথ ক্লাবের প্রতিনিধি আব্দুল গনি, ইসলামপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কামরুজ্জামান, সৃজনে মননে কমলগঞ্জের প্রতিনিধি ইয়াজউদ্দিন, শিক্ষক মিজানুল রহমান এবং মাহিন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা গুড নেইবারস বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, আয়বর্ধন, পানি ও স্যানিটেশন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিশু সুরক্ষা বিষয়ক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ ১৯৯৬ সাল থেকে বাংলাদেশের ১৩টি জেলায় ১৭টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প এবং ৫টি বিশেষ প্রকল্প পরিচালনা করে আসছে। সংস্থাটি শিশু, নারী ও যুবকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। 


এই ধরনের অবগতকরণ সভার মাধ্যমে গুড নেইবারস বাংলাদেশ স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে এবং সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সচেষ্ট।