পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নেওয়া হয় এক মানবিক উদ্যোগ।

সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে স্থাপন করা হয় একটি অভ্যর্থনা বুথ। পরীক্ষা শেষে ওই বুথ থেকে পরীক্ষার্থীদের মাঝে পানি, কলম ও সেলাইন বিতরণ করা হয়। এই কার্যক্রম পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভির রায়হান ওয়াসিম, ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর পৌর ওয়ার্ড দায়িত্বশীল তারেকুল ইসলাম পাটুয়ারী, মোহাম্মদ সেলিম ও আবুল হোসেন।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রসিদ আহমদ।

নেতৃবৃন্দ জানান, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।