চব্বিশের বার্তা অনলাইন: রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধানমন্ডি থানা পুলিশ ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন: গাইবান্ধার সাদুল্লাপুরের ফরহাদ বীন মোশারফ (৩৩), লক্ষ্মীপুরের ইয়াছিন হাসান (২২), নরসিংদীর মোবাশ্বের আহাম্মেদ (২৩), নারায়ণগঞ্জ আড়াইহাজারের ওয়াকিল মাহমুদ (২৬), আবদুল্লাহ (৩২) ও সুমন (২৯)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে র্যাব লেখা কালো রঙের দুটি জ্যাকেট, তিনটি কালো রঙের র্যাব লেখা ক্যাপ, একটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইল ফোন, একটি লোহার তৈরি ছেনি, একটি পুরাতন লাল রঙের স্লাই রেঞ্জ ও নগদ ৪৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, ২৬ মার্চ ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ২০-২৫ জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায়। তারা নিজেদের র্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্র পরিচয় দেয়। ডাকাত দলের ১০ জন র্যাবের পোশাকে ছিলেন। এরপর তারা বাসাটিতে ডাকাতি শুরু করে। বাসার মালিক তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পাশেই একটি ভবনের নির্মাণ শ্রমিকরা পুলিশকে সহযোগিতা করে চারজন ডাকাতকে আটক করে। ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের দুজন সদস্য আহত হন। এ ঘটনায় জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে এবং পলাতক কয়েকজনকে শনাক্ত করেছে। বাকিদের শনাক্ত করার কাজ চলছে। মামলার পর বৃহস্পতিবার ভোরে হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত আবদুল্লাহ ও সুমনকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ডাকাতি করত।