কমলগঞ্জের ঈসালে সাওয়াব ও পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন

কমলগঞ্জের ঈসালে সাওয়াব ও পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

কমলগঞ্জের ঈসালে সাওয়াব ও পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার: কমলগঞ্জ হযরত শাহ আজম রহ. দরগাহ্ শরীফের পীর ছাহেব উস্তাদুল উলামা, পীরে তরিকত, শাহ্ সুফি, আরিফ বিল্লাহ উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ. এর ৩য় বার্ষিকী ও আলহাজ্ব হযরত মাওলানা মূফতী শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব রহ. ১ম বার্ষিক ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিল, হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান হযরত শাহ আজম রহ. দরগাহ্ শরীফে হযরত শাহ আজম রহ. হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসার সহ-সভাপতি জনাব আবদুল গনি মাষ্টার সাহেবের সভাপতিত্বে বাদ জোহর ১ম অধিবেশনে মাযার শরীফ জিয়ারত ও খতমে খাজেগানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। পবিত্র আসরের নামাজের পর শুরু হয় ২য় অধিবেশন । 

২য় অধিবেশনে দেশবরেণ্য উলামে কেরামগন ধারাবাহিক ভাবে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন। 

পাগড়ি অনুষ্ঠানে হিফজ সম্পন্ন কারী ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেন ইয়াকুবীয়া হিফজুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী। 

ঈসালে সওয়াব ও পাগড়ী প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠানটি শুরু থেকেই ভাব গম্ভীর্যপূর্ণ অবস্থায় শেষ পযর্ন্ত সকলের উপস্থিতিতে  দৃশ্য মান ছিল। 

 মাদ্রাসার দুইজন ছাত্র হিফজ সম্পন্ন কারী তাদেরকে ড্রেস,পাগড়ী, সনদ-পত্র, হাদিয়া, ও প্রধান অতিথি ও খাদিম, হাফিজ সাহেব কে ক্রেষ্ট প্রদান করা হয়।

ঈসালে সাওয়াব দোয়ার মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে হযরত শাহ্ আজম রহঃ এর মুরিদীন, মুহিব্বীন ও তরিকত পন্থীছাড়াও উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মাওলানা হাফেজ আলাউর রহমান টিপু, সাবেক জননন্দিত ভাইস চেয়ারম্যান, মৌলভীবাজার সদর উপজেলা। মাওলানা সিরাজুল ইসলাম মাসুক সাহেব, সহকারী শিক্ষক, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা।  মাওলানা আঈন উদ্দিন আল আজাদ সাহেব, ঢাকা। মাওলানা আব্দুল খালিক জালালাবাদি সাহেব, বরমচাল। মাওলানা কাজী আলম চৌধুরী সাহেব, সুপার, আহমদ নগর দাখিল মাদ্রাসা। হাফেজ ক্বারী জিবান আহমদ, প্রধান শিক্ষক, হযরত শাহ আজম রহ. দরগাহ মডেল মাদ্রাসা। হাফেজ ক্বারী নুরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক, হযরত শাহ আজম রহ. হিফজুল কোরআন দরগাহ মডেল মাদ্রাসা। 
কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী সাহেব, পরিচালক, হযরত শাহ আজম রহ. দরগাহ মডেল মাদ্রাসা। সমাজসেবক মোহাম্মদ আতাউর রহমান, কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর ও অত্র মাদ্রাসা কমিটির সদস্য মোহাম্মদ আহাদুর রহমান বুলু। মাদ্রাসার সদস্য মোহাম্মদ আব্দুর রহমান, মাওলানা মুফতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকগণ।