মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে৷

অনুষ্ঠানটি ১৩ই মার্চ ২০২৫ইং, ১২ রমজান ১৪৪৬ হিজরি, রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে ‘মাহে রামাদ্বানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা রমজানের গুরুত্ব, তাকওয়া অর্জনের উপায় এবং ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ শাখার সেক্রেটারি জনাব এডভোকেট কামরুল ইসলাম, উপস্থিত ছিলেন জামায়াতের নেতৃবৃন্দ মো: আব্দুল হাই, আশরাফ হোসেন, খালেদ সাইফুল্লাহ, আবুল হোসেন, মোহাম্মদ সেলিম ও ছাত্ররা উপস্থিত ছিলেন। সর্বশেষে ছাত্রশিবির উপজেলা সভাপতি তানভির রায়হান ওয়াসিমের বক্তব্যের মধ্য দিয়ে ইফতার মাহফিলের  আলোচনা শেষ করা হয়৷ আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।