Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার করিমবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ৬টি দোকান। স্থানীয়দের ভাষ্যমতে, আগুনে প্রায় ১ কোটি টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—ইমা ভেরাইটিজ, বিসমিল্লাহ ভেরাইটিজ, ভাই ভাই ইলেকট্রনিক্স, লাকি স্টোর, বিসমিল্লাহ স্টোর ও শরীফ স্টোর। দোকানগুলোর মালিক ও স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পরপরই দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী হানিফ আহমদ জানান, “আগুন এত দ্রুত ছড়িয়েছে যে ভেতরের মালপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে দেরি হওয়ায় সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।”
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহমদ বলেন, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছাই এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আনুমানিক ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আগুনের সঠিক উৎস এখনও নিশ্চিত করা যায়নি।”
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। তিনি বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর পাশে আছি। সরকারি সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।”
স্থানীয়দের দাবি, বাজার এলাকায় আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। তারা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options