গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ৮৪

অনলাইন ডেস্ক:

গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ৮৪

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই হামলায় আরও ১৬৮ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।

গত বছরের অক্টোবর মাস থেকে ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত ৫১ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪১৬ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালালে এর জবাবে গাজায় অভিযান শুরু করে ইসরাইল। মাঝে কিছুদিনের যুদ্ধবিরতি থাকলেও পরবর্তীতে তা ভেস্তে যায় এবং ইসরাইল পুনরায় হামলা শুরু করে।

দ্বিতীয় দফায় গত ৩৮ দিনের অভিযানে গাজায় ২ হাজার ৬০ জন নিহত এবং ৫ হাজার ৩৭৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।