স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি এখন ১ লাখ ৬৩ হাজার টাকা!

অনলাইন ডেস্ক:

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি এখন ১ লাখ ৬৩ হাজার টাকা!

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন উল্লম্ফন ঘটেছে। ভরিপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ১৮৭ টাকা বেড়ে ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (১২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দর রবিবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে। এর আগে ১০ এপ্রিল বাজুস সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়েছিল, যা ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকায় উন্নীত হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১০ হাজার ২৭১ টাকায় বিক্রি হবে।

এদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হবে।