চব্বিশের বার্তা অনলাইন: চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা ২৯৪ কোটি (২.৯৪ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৮২.৪৬ শতাংশ বেশি। গত বছর একই সময়ে ১৬১ কোটি (১.৬১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। আশা করা হচ্ছে, মার্চ মাসের শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা মাসিক হিসাবে সর্বোচ্চ হবে। ব্যাংকাররা মনে করছেন, রমজান মাস ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারের জন্য বেশি অর্থ পাঠাচ্ছেন, যে কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়াও, তাদের মতে, পূর্বের সরকারের সময়ে হুন্ডির ব্যবসা বৃদ্ধি পাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স আসা কমে গিয়েছিল। তবে বর্তমান সরকার হুন্ডি নিয়ন্ত্রণে কঠোর হওয়ায় এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের ভালো দাম পাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে। পাশাপাশি, আড়াই শতাংশ প্রণোদনা অব্যাহত থাকায় প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেলেই টাকা পাঠাতে আগ্রহী হচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২ হাজার ১৪৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৮.৪ শতাংশ বেশি। গত অর্থবছরের এই সময়ে ১ হাজার ৬৬৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।