দেশব্যাপী নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

মোঃ নয়ন চৌধুরী তজুমদ্দিন, ভোলা।। 

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় তজুমদ্দিন সরকারি কলেজ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করে নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার ফলে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, যার ফলে নারীরা প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছে। প্রশাসনের নির্লিপ্ততা ও রাজনৈতিক প্রভাবের কারণে অপরাধীরা শাস্তি পাচ্ছে না। তারা দাবি করেন, অবিলম্বে সকল ধর্ষক ও অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হোক।

এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম শাকিল, সভাপতি পদ প্রত্যাশী মোঃ মাহদী হাসান সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা আরও জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদল সর্বদা আন্দোলন চালিয়ে যাবে।