বাংলাদেশ সফরে মার্কিন কর্মকর্তা ও মিয়ানমারের রাষ্ট্রদূত

বাংলাদেশ সফরে মার্কিন কর্মকর্তা ও মিয়ানমারের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিয়ানমারের রাষ্ট্রদূত চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে আসছেন। কর্মকর্তারা হলেন নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু আর হেরাপ এবং মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।

ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে জানা যায়, মার্কিন কর্মকর্তারা ১৫ থেকে ১৮ এপ্রিলের মধ্যে ঢাকা সফর করবেন। নিকোল অ্যান চুলিকের ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অ্যান্ড্রু আর হেরাপ, যিনি পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি ১৬ এপ্রিল ঢাকায় আসবেন। একই সময়ে সুসান স্টিভেনসনেরও ঢাকায় আসার কথা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। ট্রাম্প গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।