চকরিয়ায় যুবকের হাত কর্তন 

চকরিয়ায় যুবকের হাত কর্তন 

কক্সবাজার প্রতিনিধি:

 কক্সবাজার জেলার অন্তর্গত  চকরিয়া উপজেলার ,পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, ৪ নং ওয়ার্ডের বানিয়ার চর গ্রামের দিল মুহাম্মদ গং ও তার ছেলেরা আজ সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী দ্বিয়ারচর গ্রামের ইউনুসের ছেলে নুরুল আমিন (প্রকাশ কালা সোনা) নামের এক যুবককে ধরে নিয়ে গিয়ে হাত কেটে নিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে পুরাতন একটি মটর সাইকেল ও একটি অটোরিকশা নিয়া পাল্টাপাল্টি ঝামেলা চলতেছিল। এর জের ধরে আজকে কালা সোনাকে ধরে নিয়ে হাত নেয়। 

কালা সোনার বিরুদ্ধে চুরি, ছিনতাই রাহাজানি সহ নানান অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বোঝা যায়, তারা চুরি ডাকাতির নিত্যনৈমিত্তিক ব্যাপারে খুবই অতিষ্ঠ, তাই শিক্ষাস্বরুপ এই শাস্তিকে এলাকাবাসীকে সাদরে গ্রহণ করেছে। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশা ব্যক্ত করছেন।