নিবন্ধন ও আচরণবিধি নিয়ে আজ বৈঠকে ইসি

নিবন্ধন ও আচরণবিধি নিয়ে আজ বৈঠকে ইসি

চব্বিশের বার্তা অনলাইন: নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আজ সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল রবিবার কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছেন।

আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন একটি কমিটি বেলা ১১টায় বৈঠকে বসবে। এই কমিটিতে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল তৈরি এবং তত্ত্বাবধানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

বৈঠকের আলোচ্যসূচিতে রাজনৈতিক দলের নিবন্ধন এবং নির্বাচন আচরণবিধি পর্যবেক্ষণ কার্যক্রম রাখা হয়েছে।