কুলাউড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মুয়াজ্জিন নিহত

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মুয়াজ্জিন নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৩ই এপ্রিল রবিবার সকালে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ উপজেলার ব্রাহ্মণবাজারের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে বালুভর্তি একটি ট্রাক কুলাউড়া শহরের দিকে যাচ্ছিল। ফায়ার স্টেশনের সামনে ট্রাকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে আজাদ ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহত আবুল কালাম আজাদ কুলাউড়া পৌর এলাকার জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে।