Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
মোহাম্মদ নয়ন, তজুমদ্দিন, ভোলা ॥দৌলতখানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল তাজা দুটি প্রাণ। একজন মাদ্রাসার সুপার ও অন্যজন ছোট্ট শিশু। সকলের প্রিয় “মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার” সুপার মাওলানা আব্দুস সাত্তার ২০মার্চে ঘটনাস্থলের নিকটবর্তী একটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় একটি নির্বোধ প্রানি হঠাৎ করে রাস্তায় চলে আসলে চলমান মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং মাওলানা সাহেব গুরুতরভাবে আহত প্রাপ্ত হন, পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সাময়িক চিকিৎসা দিয়ে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হলে গত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।এদিকে বৃহস্পতিবার সকালে তাহিয়া মনি নামের সাড়ে তিন বছরের মেয়েটি অটো রিকশার সাথে এক্সিডেন্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তাহিয়া মনিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। একজন শিক্ষকের কথা, নিজের স্কুলে ভর্তির বয়স হয়নি তো কি হয়েছে? বড় ভাই তালহার সাথে স্কুলে আসতো আমরা প্রায়ই দুষ্টুমি করতাম আর এই কোমলমতি শিশুটির মৃত্যুর খবর তার পরিবারের মতো আমাদেরকেও ব্যতীত করছে। আল্লাহ তায়ালা পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দান করুণ। উল্লেখ্য দূর্ঘটনা জনিত উভয় মৃত্যুর জন্য এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।দৌলতখান থানার ওসি মোঃ জিল্লুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন আলেম ও শিশু সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options