স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা গণহত্যায় জড়িত ছিল এবং নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদের বিচার এই দেশের মাটিতেই হবে। তিনি দেশবাসীকে এই ব্যাপারে আশ্বস্ত করেছেন। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে, তা আমরা কাজে লাগাতে চাই। ড. ইউনূস রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, এবারের ঈদ আনন্দদায়ক হোক। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর দিয়েছে। রমজান ও ঈদে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ। এ সময় কোনো পণ্যের দাম যেন না বাড়ে এবং বিদ্যুৎ সরবরাহ যেন স্বাভাবিক থাকে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা উপলক্ষ্যে সকলকে আন্তরিক মোবারকবাদ। ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।