রাজধানীতে ঈদ উল্লাসে ইনকিলাব মঞ্চের আনন্দ মিছিল

চব্বিশের বার্তা অনলাইন

রাজধানীতে ঈদ উল্লাসে ইনকিলাব মঞ্চের আনন্দ মিছিল

ঈদ আনন্দে মাতোয়ারা রাজধানীবাসী। পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার পর রোববার রাতে ইনকিলাব মঞ্চ ঢাকার শিল্পকলা একাডেমির সামনে থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলটি কাকরাইল মোড় ঘুরে ফের শিল্পকলায় এসে শেষ হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নেতৃত্বে মিছিলে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। শিশুদের হাতে ছিল বেলুন ও চাঁদ-তারা।

একসময় ঢাকা উৎসবের নগরী ছিল, যেখানে ঈদ মিছিল ছিল অন্যতম অনুষঙ্গ। এই মিছিল নগরবাসীর মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি করত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, “আমরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। ভিন্ন সংস্কৃতি চাপিয়ে দেওয়ার কারণে আমাদের ঐতিহ্য হারিয়ে গিয়েছিল। নতুন বাংলাদেশে আমরা সেটাই ফিরিয়ে আনতে চাই।”