নববর্ষের সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনে মাতলো ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি

নববর্ষের সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনে মাতলো ইবি শিক্ষার্থীরা


বাংলা নববর্ষের আনন্দকে কেন্দ্র করে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও কাওয়ালি পরিবেশনের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয় শিক্ষার্থীরা। মনোমুগ্ধকর পরিবেশনায় মেতে ওঠে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নির্বাহী পরিচালক মো. জাকারিয়া হোসাইন এবং পরিচালক মো. ওয়েজকুরুনী। এছাড়াও সংগঠনের শিল্পী ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

সংগঠনের নির্বাহী পরিচালক মো. জাকারিয়া হোসাইন বলেন, “পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। অন্যান্য ক্যাম্পাসের মতো আমাদের ক্যাম্পাসেও নববর্ষের আমেজ ছড়িয়ে দিতে আমরা এ আয়োজন করেছি। ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের মাঝে যে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে, তা সত্যিই উৎসাহব্যঞ্জক।”

তিনি আরও জানান, “আজকের এই আয়োজন দর্শকদের আনন্দ দিয়েছে বলে আমরা মনে করছি। আগামী ৩ বৈশাখ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেন্দ্রীয় আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”