Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে আইফোনের সবচেয়ে বড় বাজার হওয়া সত্ত্বেও চীন থেকে আমদানিকৃত ডিভাইসগুলোর ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ১২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর, অ্যাপল বিকল্প পথ খুঁজতে শুরু করে। এর ফলস্বরূপ, কোম্পানিটি এখন ভারত থেকে আইফোন আমদানি করছে, কারণ ভারত থেকে আমদানির ক্ষেত্রে শুল্কহার তুলনামূলকভাবে অনেক কম—মাত্র ২৬ শতাংশ।
রয়টার্সের একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের শুল্ক এড়াতে অ্যাপল গোপনে ভারত থেকে আমদানির কৌশল নিয়েছে। এই কৌশলের অংশ হিসেবে সম্প্রতি ছয়টি কার্গো বিমানে প্রায় ৬০০ টন আইফোন—প্রায় ১৫ লাখ ইউনিট—ভারতের চেন্নাই থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এর মধ্যে একটি চালান নতুন শুল্ক কার্যকর হওয়ার ঠিক সময়েই পৌঁছেছে।
এ উদ্যোগ সফল করতে অ্যাপল ভারতের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। চেন্নাই বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্সের সময় ৩০ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র ৬ ঘণ্টায় আনার জন্য ‘গ্রিন করিডোর’ ব্যবস্থা চালু করা হয়েছে, যা আগে শুধুমাত্র চীনের কিছু বিমানবন্দরে ছিল।
রয়টার্সের সঙ্গে কথা বলা একটি সূত্র ও এক ভারতীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, অ্যাপলের এই পদক্ষেপ কেবল ট্রাম্পের শুল্ক এড়ানোর জন্যই নয়, বরং দীর্ঘমেয়াদে ভারতকে উৎপাদনের বিকল্প কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একটি কৌশলগত পদক্ষেপ।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 11
View Options