কাশ্মীর হামলা, ভারতের পদক্ষেপে পাকিস্তানের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্কঃ

কাশ্মীর হামলা, ভারতের পদক্ষেপে পাকিস্তানের প্রতিক্রিয়া

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সম্প্রতি একটি বন্দুক হামলায় ২৬ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে এবং এর প্রতিক্রিয়ায় বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।

ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা, সিন্ধু পানি চুক্তি স্থগিত করা সহ একাধিক পদক্ষেপ নিয়েছে। তারা কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এই হামলার জন্য দায়ী করেছে।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য ডন' জানিয়েছে, দেশটির নিরাপত্তা সংস্থা এই বিষয়ে জরুরি বৈঠকে বসবে। পাকিস্তান ভারতের এই পদক্ষেপগুলোকে 'তড়িঘড়ি' ও 'প্রমাণ ছাড়া' নেওয়া হয়েছে বলে মনে করছে।

 ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। যুদ্ধ এবং দীর্ঘদিনের বৈরিতা সত্ত্বেও চুক্তিটি টিকে ছিল। এটি স্থগিত হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ভারত-পাকিস্তানের মধ্যে প্রধান সীমান্ত ক্রসিং আটারি-ওয়াঘা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত এই হামলাকে পাকিস্তানের ওপর কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত চাপ সৃষ্টির একটি কারণ হিসেবে দেখছে।

অবশ্য পাকিস্তান এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন ভারতের বিবৃতির জবাব দেওয়ার জন্য।

ইসহাক দার ভারতের পদক্ষেপকে 'অপরিপক্ব' ও 'তড়িঘড়ি' বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারত কোনো প্রমাণ দেয়নি এবং তাদের প্রতিক্রিয়ায় কোনো পরিপক্বতা নেই।

কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের এই পদক্ষেপ এবং পাকিস্তানের প্রতিক্রিয়া দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করে তুলতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদী পানি বিরোধের ঝুঁকিও বাড়তে পারে।