টেলিফোনে সমন, মিথ্যা মামলায় কড়া জরিমানা

চব্বিশের বার্তা অনলাইন

টেলিফোনে সমন, মিথ্যা মামলায় কড়া জরিমানা

দেওয়ানি কার্যবিধি বা সিভিল প্রসিডিউর কোড (সিপিসি)-এ কিছু নতুন ধারা সংযোজন এবং বিদ্যমান কিছু ধারায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে টেলিফোন ও এসএমএস-এর মাধ্যমেও আদালতের সমন জারি করা যাবে।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ব্রিটিশ আমলের সিপিসি-তে কিছু সংশোধনী আনা হচ্ছে, যাতে বিচার প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়।

রিজওয়ানা হাসান বলেন, 'একটি প্রচলিত ধারণা আছে যে, কারো সাথে শত্রুতা থাকলে ভূমির মামলা দায়ের করা হয়, যা কয়েক প্রজন্ম ধরে চলতে থাকে। এই দীর্ঘসূত্রিতা কমিয়ে এক প্রজন্মের মধ্যেই বিচারকার্য সম্পন্ন করার লক্ষ্যে সিপিসি সংশোধন করা হচ্ছে। এতে বিচারের সময় ও খরচ কমবে।'

মামলার শুনানিতে বারবার সময় নেওয়ার প্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, এখন থেকে সময় নেওয়ার সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। এছাড়া, বিচার প্রক্রিয়াকে আধুনিক করতে সমন জারির ক্ষেত্রে টেলিফোন ও এসএমএস-এর ব্যবহার নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, মিথ্যা মামলার ক্ষেত্রে জরিমানার পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।