পবিত্র মাহে রমাদান উপলক্ষে পাবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের কুরআন বিতরণ

পবিত্র মাহে রমাদান উপলক্ষে পাবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের কুরআন বিতরণ

পবিত্র মাহে রমাদান উপলক্ষে পাবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের কুরআন বিতরণ

স্টাফ রিপোর্টার: পাবনা, ৯ মার্চ ২০২৫ (রবিবার): পবিত্র মাহে রমাদান উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাংলা অনুবাদসহ পবিত্র কুরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির, পাবনা শহর শাখা।

আজ (৯ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে কুরআন তুলে দেওয়া হয়।

এ সময় ইসলামী ছাত্রশিবিরের নেতারা বলেন, "রমাদান আত্মশুদ্ধির মাস। এ মাসে কুরআন পড়া ও এর অর্থ বোঝার মাধ্যমে আল্লাহর নির্দেশনা অনুসরণ করা সহজ হয়। সমাজের সকল স্তরের শিক্ষার্থীদের মাঝে কুরআনের বাণী পৌঁছে দিতে এবং বিশেষ করে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ।"

তারা আরও বলেন, "ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"

শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।