দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা জরুরি: জামায়াত আমির

দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা জরুরি: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: দেশে ইসলামের বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা না থাকায় খুন, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর কাফরুলে দলটির এক ইফতার মাহফিলে তিনি বলেন, “দেশ বহু ধরনের শাসন দেখেছে, কিন্তু শান্তি আসেনি। এখন প্রয়োজন আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে এবং ইসলামী শাসন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসন বিদায় করতে আমরা কাজ করছি। মানবিক ও কুরআনভিত্তিক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী সবার সহযোগিতা চায়।”