অনলাইন ডেস্ক: যশোরের একটি সরকারি মুরগির খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর খামারিদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইতিপূর্বে ২০১৮ সালে এই রোগের প্রকোপ দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর ফের এই ভাইরাসের উপস্থিতি পোলট্রি শিল্পের জন্য অশনি সংকেত। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) বুধবার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রান্তিক খামারিদের এই সংগঠনটি বলছে, এমনিতেই নানা সংকটে জর্জরিত পোলট্রি খাত, তার ওপর বার্ড ফ্লুর হানা পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। বিপিএ’র সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, পোলট্রি শিল্প বর্তমানে একটি কঠিন সময় পার করছে। এমন পরিস্থিতিতে বার্ড ফ্লু-র সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান, মার্চের শুরুতেই তাকে বার্ড ফ্লু শনাক্তের বিষয়টি জানানো হয়। এরপর দ্রুততার সাথে এর বিস্তার রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং ভাইরাস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বার্ড ফ্লু মূলত পাখিদের রোগ হলেও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেও এটি ছড়াতে পারে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন, স্তন্যপায়ী প্রাণীর কোষে এই ভাইরাস সংক্রমিত হলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।