নাটোর: ডিসির পুরোনো বাংলোর পুকুরে ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোর: ডিসির পুরোনো বাংলোর পুকুরে ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার

নাটোরের জেলা প্রশাসকের (ডিসি) পুরোনো বাংলোর পুকুরে অস্ত্র অনুসন্ধানের সময় প্রায় ১০০ বস্তা ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকায় ডিসির পুরোনো বাংলো থেকে এই ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়, যার মধ্যে বেশীরভাগেই সিল মারা ছিল।

পুলিশের ভাষ্যমতে, গত শুক্রবার নাটোর সদর হাসপাতালের কাছে ডিসির পুরোনো বাংলোর পুকুরে দুজন যুবক মাছ ধরতে গিয়ে বরশি আটকে যাওয়ায় পানিতে নামেন। এ সময় তারা একটি কম্বলে মোড়ানো একটি ইয়ারগান ও একটি দোনালা বন্দুক খুঁজে পান। খবর পেয়ে পুলিশ এসে ডুবুরি দলের সহায়তায় আরও চারটি শর্টগান উদ্ধার করে। পরবর্তীতে পুকুরের পানি সেঁচতে গিয়ে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছু সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়।

নাটোরের মেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম জানান, উদ্ধারকৃত ব্যালট পেপারগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। যেহেতু ব্যালট পেপারের মেয়াদ ছয় মাস, তাই এগুলো বিনষ্ট করার জন্য নির্বাচন কমিশন থেকে টেন্ডারও আহ্বান করা হয়েছিল। তিনি আরও জানান, পূর্বে এগুলো ট্রেজারিতে রাখা ছিল এবং পরবর্তীতে উপজেলা নির্বাচনের সময় স্থানান্তর করা হয়। কিভাবে এগুলো এখানে এলো, তা তিনি জানেন না।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর আরও অস্ত্রের খোঁজে পুকুর সেঁচার সময় প্রায় ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। গণনা করে ব্যালটের সঠিক সংখ্যা পরে জানানো হবে।