স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার:

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূস ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি বেশ কয়েকবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, এবারের ভাষণেও তিনি দেশবাসীর জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।