নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে

স্টাফ রিপোর্টার: 

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম তাদের দেশত্যাগ ঠেকাতে আদালতে আবেদন করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। তদন্তে তাদের বিদেশ পালানোর আশঙ্কার তথ্য পাওয়া গেছে, যা তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি দুদক নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করে। মামলায় তাদের ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় ১৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।