নিজস্ব প্রতিবেদক: গাজার সমর্থনে আয়োজিত 'মার্চ ফর গাজা' থেকে বাংলাদেশি পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরাইল' (Except Israel) পুনর্বহালের জোর দাবি জানানো হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মাহমুদুর রহমান এই কর্মসূচিতে একটি ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে ড. মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এর স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি হলো যেকোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান কেবল মানবতার পক্ষে নয়, এটি ঈমানেরও অংশ। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব হলো জনগণের ঈমান ও নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান জানানো। বাংলাদেশের জনগণ সবসময় গাজার পাশে আছে এবং থাকবে। এই প্রেক্ষিতে, সরকারের কাছে নিম্নলিখিত দাবিগুলো পেশ করা হয়: বাংলাদেশি পাসপোর্টে 'Except Israel' শর্তটি পুনরায় বহাল করতে হবে এবং ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান আরও স্পষ্ট করতে হবে। ইসরায়েলি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরকারের যেসব চুক্তি রয়েছে, সেগুলো বাতিল করতে হবে। রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর ব্যবস্থা নিতে হবে। সরকারি প্রতিষ্ঠান এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানিগুলোর পণ্য বর্জনের নির্দেশনা জারি করতে হবে। ভারতে হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। কারণ, হিন্দুত্ববাদ এখন শুধু স্থানীয় মতবাদ নয়, এটি আন্তর্জাতিক জায়নিস্টদের অন্যতম সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। শিক্ষাব্যবস্থায় আল-আকসা, ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। 'মার্চ ফর গাজা'য় অংশগ্রহণকারীরা সরকারের কাছে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।