দুই সপ্তাহের বিশ্রামে মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:

দুই সপ্তাহের বিশ্রামে মির্জা ফখরুল

 চোখের অস্ত্রোপচারের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দুই সপ্তাহের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আজ (১৭ মে, ২০২৫) বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, মির্জা ফখরুল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, 'বিএনপি মহাসচিব এখন সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।'

বর্তমানে মির্জা ফখরুল থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন। গত ১৪ মে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জাহিদ হোসেন জানান, চিকিৎসকরা মির্জা ফখরুলকে দুই সপ্তাহ উড়োজাহাজে ভ্রমণ করতে নিষেধ করেছেন। এ কারণে তার দেশে ফিরতে কিছুটা বিলম্ব হচ্ছে। চিকিৎসকরা অনুমতি দিলেই তিনি দেশে ফিরবেন।

ফখরুলের দেশে ফেরা প্রসঙ্গে জাহিদ হোসেন আরও বলেন, চোখের অপারেশনের পর প্লেনের এয়ার প্রেশারের কারণে জটিলতা এড়াতে চিকিৎসকরা তাকে দুই সপ্তাহ ফ্লাই করতে নিষেধ করেছেন।

এর আগে চোখের সমস্যার কারণে মির্জা ফখরুলকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে ব্যাংককের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।