কমলগঞ্জে মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মুজিবুর রহমান,  স্টাফ রিপোর্টারঃ

কমলগঞ্জে মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কমলগঞ্জের সাংবাদিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একইসঙ্গে ২৪-এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞের ইন্ধনদাতা মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা।

গতকাল রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান নির্ভীকভাবে লড়াই করে যাচ্ছেন। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে দেশের পক্ষে সংগ্রাম করেছেন এবং হাসিনা সরকারের জুলুম-নির্যাতন মাথা নত না করে সহ্য করেছেন। নতুন বাংলাদেশের নির্মাণে তাঁর অবদান অপরিসীম।

বক্তারা আরও বলেন, আওয়ামী দোসরদের ঔদ্ধত্য প্রতিহত করতে এবং দেশকে প্রকৃত মুক্তির পথে এগিয়ে নিতে ড. মাহমুদুর রহমানের মতো সাহসী দেশপ্রেমিকদের পাশে থাকতে হবে। একাত্তর টিভির পক্ষে ফ্যাসিবাদী প্রচারণার দায়ে টেলিভিশনটির নিবন্ধন বাতিল এবং শেখ পরিবারের হরিলুটের মাধ্যমে গড়ে ওঠা মেঘনা গ্রুপকে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার দাবিও জানান তারা।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, আমার দেশ পাঠক ফোরামের সভাপতি সৈয়দ জামাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী মাহমুদ আলী, আমার দেশ কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাস, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মো. নুরুউদ্দিন, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, পিন্টু দেবনাথ, মোক্তাদির হোসেন, মোস্তাফিজুর রহমান,  সাদিকুর রহমান সামু, জাহেদ আহমেদ, মালিক মিয়া, সৈয়দ জেমস হোসেন প্রমুখ।

এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের বিভিন্ন প্রতিনিধিরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে আমার দেশ প্রতিনিধি এস কে দাস মানববন্ধনে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।